কমছে তাপমাত্রা, শীত কি তবে দুয়ারে! যা জানাল হাওয়া অফিস
দক্ষিণবঙ্গ জুড়ে জেলায় জেলায় বেশ কিছুটা কমেছে তাপমাত্রা। বাতাসে শিরশিরানি ভাব অনুভূত হচ্ছে। রাত এবং ভোরের দিকে হালকা শীত শীত লাগছে। তবে কি খুব শীঘ্রই রাজ্যে শীতের আগমন? যদিও হাওয়া অফিস জানাচ্ছে, রাজ্যে শীত আসতে এখনও খানিকটা সময় বাকি। উত্তর–পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসছে, তাই রাজ্য জুড়ে ঠান্ডা ঠান্ডা আমেজ রয়েছে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১” ডিগ্রি বেশি। হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রিতে নেমে যাবে আগামী কয়েক দিনের মধ্যেই। সংলগ্ন জেলাগুলোতে তাপমাত্রার আরও কিছুটা পতন হবে। তবে পশ্চিমের জেলাগুলোতে কয়েক দিনের মধ্যেই রীতিমতো শীত পড়ে যাবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কালীপুজোর আগে দক্ষিণবঙ্গে মোটামুটি শীত পড়ে যাবে। আলমারি থেকে গরম জামাকাপড়ও বের করে ফেলতে হবে।
Comments are closed.