লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোনও কাজে কোনও রাজনৈতিক দলের নেতা কর্মী থাকতে পারবেন না; নির্দেশ নবান্নের
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোনওভাবেই যুক্ত থাকতে পারবেন না কোনও রাজনৈতিক দলের নেতা কর্মীরা, নির্দেশ জারি করল নবান্ন।
ইতিমধ্যেই রাজ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। শুরুর তিন দিনের মাথায় আবেদপত্র জমা পড়েছে ৩০ লক্ষ। শুধুমাত্র এই প্রকল্পের জন্যই ব্যাপক সংখ্যায় মহিলারা দুয়ারে সরকার শিবিরে ভিড় করছেন। তবে প্রকল্পের আবেদন করা নিয়ে বেশ কিছু অভিযোগ আসছিল রাজ্যের কয়েকটি জায়গা থেকে। কোথাও টাকার বিনিময়ে আবেদন পত্র বিলি, আবার কোথাও টাকা নিয়ে ফর্ম ফিলাপের অভিযোগ উঠে আসছিল।
প্রথম থেকেই প্রকল্পে দুর্নীতি রুখতে মমতা ব্যানার্জি জানিয়েছিলেন শুধু মাত্র দুয়ারে সরকার ক্যাম্প থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ফর্ম পাওয়া যাবে। ফর্মে একটি ইউনিক কোড নাম্বার থাকবে। তিনি আরও বলেছিলেন, যোগ্য হলেই এই প্রকল্পের সুবিধা মিলবে, কারোর কোনও সুপারিশের প্রয়োজন নেই। কিন্তু তারপরেও কিছু বিক্ষিপ্ত অভিযোগ পাওয়া যাচ্ছিল।
এবার এ নিয়ে আরও কড়া সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কাজে কোনও রাজনৈতিক দলের নেতা কর্মীরা থাকতে পারবেন না। সোমবার এই মর্মে নবান্ন থেকে সব জেলার জেলা শাসকদের কাছে নির্দেশ পাঠানো হয়।
অনেকেই ফর্ম ফিলাপ করতে পারছেন না। সেক্ষেত্রে এতদিন বিভিন্ন দল থেকে ক্যাম্প করে ফর্মফিলাপ করে দেওয়া হচ্ছিল। এদিন নবান্নের নির্দেশে জানানো হয়, এবার থেকে স্বাস্থ্য কর্মী, অঙ্গনওয়ারী, আশা কর্মীদের এই কাজে নিয়োগ করা হবে।
Comments are closed.