নেইলআর্টে ‘কাস্তে হাতুড়ি’, ব্রিগেডের সমাবেশে শ্রীলেখা
ব্রিগেডের সাজে জন সমাবেশের পথে শ্রীলেখা মিত্র।
ব্রিগেডের মঞ্চে উপস্থিত টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। টলিউডের হাওয়াই এখন রাজনীতির গন্ধ। অভিনেতা অভিনেত্রীরা দলে দলে গেরুয়া শিবির নয়তো সবুজ ফুলে নাম লেখাচ্ছেন। এমন সময়, চুলে লাল রঙ, হাতে লালা পতাকা, নেইল আর্টের “কাস্তে-হাতুড়ি” এঁকে ব্রিগেডের সাজে জন সমাবেশের পথে শ্রীলেখা মিত্র।
রবিবার ব্রিগেডের ময়দানে যাওয়ার পথে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, মধ্যমায় কাস্তে-হাতুড়ি আঁকা লাল শিবিরের প্রতীক, যা বুঝিয়ে দিচ্ছে শ্রীলেখার বামপন্থার প্রতি আনুগত্য। অন্য ছবিতে দেখা যাচ্ছে, হাতের লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন।
প্রথম দিন থেকেই বামপন্থী ছিলেন শ্রীলেখা মিত্র। কিন্তু কখনোই সক্রিয়ভাবে রাজনীতিতে যোগদান বা সমালোচনায় থাকতে তাঁকে দেখা যায়নি। তবে বিভিন্ন সময় দলের সমর্থনে আওয়াজ তুলতে দেখা গেছে অভিনেত্রীকে। বামপন্থায় সমর্থন করেই যে তাঁর ভোট বামদলের প্রতি উৎসর্গিত হবে তা স্পষ্ট।
Comments are closed.