বামেদের ব্রিগেডে বাড়ছে ভিড়, বুদ্ধদেব ভট্টাচার্য কি যাবেন? প্রশ্ন, জল্পনা দলের অন্দরে

 

বামেদের ব্রিগেডে রবিবার সকাল থেকেই আস্তে-আস্তে ভিড় করতে শুরু করেছেন মানুষ। সভার শেষ বক্তা মহম্মদ সেলিম। কিন্তু এখনও সিপিএমের নেতা-কর্মীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন, আদৌ কি বুদ্ধদেব ভট্টাচার্য যাবেন ব্রিগেডে। শনিবার বিমান বসু জানিয়েছেন, ডাক্তার অনুমতি দিলে বুদ্ধদেববাবু যেতেও পারেন কিছুক্ষণের জন্য। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক যা অবস্থা, তাঁর পক্ষে কি যাওয়া সম্ভব হবে ব্রিগেডে তা সবচেয়ে বড় প্রশ্ন।

রাজ্য সিপিএমের শীর্ষ নেতৃত্ব চাইছেন, অল্প সময়ের জন্য হলেও বুদ্ধদেব ভট্টাচার্য একবার ব্রিগেডে যান। সেই চেষ্টাতেই তাঁরা লেগে রয়েছেন। সবই নির্ভর করছে শেষ মুহূর্তে তাঁর শরীরের ওপর। তবে এদিন সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসা মানুষ ব্রিগেডে ভিড় জমাতে শুরু করেন।

Comments are closed.