নভেম্বর মাসেই দেখা যাবে ২০২০ সালের শেষ চন্দ্রগ্রহণ। ৩০ নভেম্বর, সোমবার এই চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই বছর ৪ টি চন্দ্রগ্রহণ এবং ২ টি সূর্যগ্রহণ মিলিয়ে মোট ৬ টি গ্রহণ হয়েছে। যার মধ্যে সর্বশেষ চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর এবং শেষ সূর্যগ্রহণ হবে বছরের শেষ মাস ডিসেম্বরে।
কীরকম হবে এই চন্দ্রগ্রহণের প্রকৃতি? এই চন্দ্রগ্রহণ একটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হবে, যার কারণে চন্দ্রগ্রহণের সময়কাল বৈধ হবে না। সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণ ৩০ নভেম্বর দুপুর ১ টা বেজে ৪ মিনিটে শুরু হবে এবং বিকেল ৫ টা বেজে ২২ মিনিট পর্যন্ত থাকবে।
চন্দ্রগ্রহণের তারিখ এবং সময়-
গ্রহণ শুরু হবে ৩০ নভেম্বর সোমবার দুপুর ১ টা বেজে ৪ মিনিটে।
গ্রহণ এর মধ্যকাল দুপুর ৩ টে বেজে ১৩ মিনিটে
গ্রহণ শেষ সন্ধ্যা ৫ টা বেজে ২২ মিনিটে
প্রসঙ্গত, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্র এবং সূর্যগ্রহণ প্রত্যেকটি মানুষের জীবনে কিছু ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব বিস্তার করে। তবে এবারের চন্দ্রগ্রহণ এশিয়া মহাদেশের কিছু অংশ, প্রশান্ত মহসাগর এবং আমেরিকার কিছু অংশে দেখা যাবে। ভারতে এই চন্দ্রগ্রহণ দৃশ্যত হবে না। তাই প্রভাব ফেলার কোন কথা আসছে না।
Comments are closed.