বাঙালি পরিবারে গুড় একটি প্রিয় খাদ্য শীতকালে। আর এখন হালকা ফুরফুরে শীতের আমেজ ইতিমধ্যেই চলে এসেছে। বইছে উত্তুরে হাওয়া। তাই বাঙালির গুর খাওয়ার সময় ও চলে এসেছে। তবে শুধু স্বাদের জন্যে নয়, গুড়ে রয়েছে অনেক গুণ। যা শরীরের পক্ষে খুব ভাল।
গুড়ের গুণাগুণ অনেক। যেমন গুড়ে আছে ক্যালসিয়াম, আয়রন,পটাসিয়াম, ম্যাগনেসিয়াম। এছাড়াও রয়েছে ভিটামিন বি, উদ্ভিদ প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা স্বাস্থ্যের জন্যে ভাল। চিনি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। সেই পরিপ্রেক্ষিতে গুড় খাওয়া যেতেই পারে চিনির পরিবর্তে। শরীরকে ডিটক্স থেকে বিরত রাখতে সহায়তা করে এই খাদ্য।
অনেকেই মিষ্টি খেতে খুব পছন্দ করেন। কিন্তু মিষ্টির চেয়ে গুর খাওয়া অনেক বেশি উপকারী। শরীরে রক্তাল্পতা দূর করতে সাহায্য করে গুর। হজমে সাহায্য করে গুর। এ ছাড়া শরীরের ওজন কমাতেও সাহায্য করে গুর। তাই আজ থেকেই গুর খাওয়া শুরু করুন চিনি বা মিষ্টির পরিবর্তে।
Comments are closed.