দীর্ঘ ৮ মাসের পর খুলতে চলেছে লোকাল ট্রেন। অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে লোকাল ট্রেন চালু হলেও এ পর্যন্ত বাংলায় লোকাল চালু হয়নি । অবশেষে বুধবার থেকে রাজ্যে চালু হবে লোকাল ট্রেন । ধীরে ধীরে বাড়ানো হবে ট্রেন সংখ্যা।
প্রাথমিকভাবে রেলের তরফ থেকে জানানো হয়েছে হাওড়া ডিভিশনে চলবে ২০২ টি ট্রেন। আপাতত আগের সময়সূচী মেনেই চালানো হবে ট্রেন। এই মুহূর্তে কোনো গ্যালোপিং ট্রেন থাকছে না। সমস্ত স্টেশনেই দাঁড়াবে ট্রেনগুলি। অন্যদিকে শিয়ালদহ ডিভিশনে চলবে ৪১৩ টি ট্রেন। তার মধ্যে শিয়ালদহ উত্তর শাখায় চলবে ২৭০ ট্রেন এবং শিয়ালদহ দক্ষিণ শাখা চলবে ১৪৩ টি ট্রেন।
হাওড়া-ব্যান্ডেল-৩৮
হাওড়া-বর্ধমান মেইন-২০
হাওড়া-বর্ধমান কর্ড-২২
হাওড়া-তারকেশ্বর-গোঘাট-১০
হাওড়া-কাটোয়া-১২
হাওড়া-তারকেশ্বর-১৯
হাওড়া-বারুইপাড়া-২
ব্যান্ডেল-কাটোয়া-৮
ব্যান্ডেল-নৈহাটি-১৮
হাওড়া-মশাগ্রাম-৪
হাওড়া-হরিপাল-২
হাওড়া-শ্রীরামপুর-৬
হাওড়া-পান্ডুয়া-২
ব্যান্ডেল-পান্ডুয়া-১
বর্ধমান-বলগোনা-৮
হাওড়া-চন্দনপুর-৪
হাওড়া-গুড়াপ-২
হাওড়া-শেওড়াফুলি-১৪
হাওড়া-বেলুড়-৪
হাওড়া-সিঙুর-৪
ব্যান্ডেল-বালি-২
শিয়ালদহ-কৃষ্ণনগর-২২
শিয়ালদহ-নৈহাটি-২৪
শিয়ালদহ-রানাঘাট-১০
শিয়ালদহ-হাসনাবাদ-২৬
শিয়ালদহ-বারাসাত-৮
শিয়ালদহ-শান্তিপুর-১৪
শিয়ালদহ-কল্যাণী-১৪
শিয়ালদহ-ব্যারাকপুর-১৮
শিয়ালদহ-ডানকুনি-৩২
শিয়ালদহ-রানাঘাট-২৪
রানাঘাট-বনগাঁ-১৭
শিয়ালদহ-বনগাঁ-৩৯
বনগাঁ-দমদম-৭
মাঝেরহাট-শিয়ালদহ-২
শিয়ালদহ দক্ষিণ শাখা
শিয়ালদহ-ডায়মন্ডহারবার-২৪
শিয়ালদহ-লক্ষ্মীকান্তুপুর-২১
শিয়ালদহ-ক্যানিং-৩১
শিয়ালদহ-বারুইপুর ২১
শিয়ালদহ-সোনারপুর-১৯
শিয়ালদহ-বজবজ-২৭
হাওড়া ডিভিশন
এছাড়াও হাওড়া-মেদিনীপুরের মধ্যে ১৩টি ও হাওড়া-পাঁশকুড়ার মধ্যে ৮ টি ট্রেন চলবে। রেলে যারা আগে থেকে মান্থলি করে রেখেছেন তাদের জন্যও সুবিধার কথা ঘোষণা করেছে রেল। এই যে কমাস ট্রেন বন্ধ ছিল সেই কমাসের ভাড়া ধরা হবেনা বলে জানানো হয়েছে। মান্থলি পুনর্নবীকরণ করে বাকি যে মাস আছে মান্থলি অনুযায়ী তাই দিয়েই যাত্রীরা লোকাল ট্রেনে উঠতে পারবেন বলে জানা গিয়েছে।
Comments are closed.