বাতিল করা হয়েছে দেশের ১৮টি ফার্মা কোম্পানির লাইসেন্স

জাল ও ভেজাল ওষুধ তৈরিতে জড়িত থাকার অভিযোগে ১৮ টি ফার্মা কোম্পানির লাইসেন্স বাতিল করল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। ডিসিজিআইয়ের আধিকারিকরা সারা দেশের ৭৬ টি ফার্মা কোম্পানিতে যৌথ পরিদর্শনের পর এই সিদ্ধান্ত নিয়েছে। ১৫ দিনে ২০ টি রাজ্যে পরিদর্শন করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছ। ভেজাল ও নকল ওষুধ তৈরি করার জন্য ১৮ টি কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, নিম্নমানের ওষুধ তৈরির বিরুদ্ধে প্রথম ধাপে ৭৬ টি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

১৮ টি কোম্পানির লাইসেন্স বাতিল করার পাশাপাশি ২৬ টি কোম্পানিকে শো-কস নোটিশ দেওয়া হয়েছে। ডিসিজিআইয়ের নজরে রয়েছে আরও প্রায় ২০৩ টি কোম্পানি। হিমাচল প্রদেশের ৭০টি কোম্পানি, উত্তরাখণ্ডের ৪৫টি কোম্পানি এবং মধ্যপ্রদেশের ২৩টি কোম্পানির বিরুদ্ধেও আগামী দিনে পদক্ষেপ করা হতে পারে বলে খবর।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে, তামিলনাড়ুর এক কোম্পানির চোখের ড্রপ মার্কিন যুক্তরাষ্ট্র দৃষ্টিশক্তি নষ্ট করার অভিযোগে সেই দেশে বাতিল করে। এর আগে ভারতে তৈরি কাশির সিরাপ গত বছর গাম্বিয়া এবং উজবেকিস্তানে শিশুদের মৃত্যুর সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ উঠেছিল।

Comments are closed.