বিকেলে বাজ পড়ে মুর্শিদাবাদে ৮ জন সহ রাজ্যে মৃত ১২

প্রবল গরমের হাত থেকে সাময়িক রেহাই দিয়েছে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। কিন্তু বজ্রপাত কেড়ে নিল ১২ টি তাজা প্রাণ। কেবলমাত্র মুর্শিদাবাদেই মৃত্যু হয়েছে ৮ জনের। হুগলি জেলায় মারা গিয়েছেন অন্তত ৪ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। 

সোমবার বিকেলে বাজ পড়ে মৃত্যু হল কমপক্ষে ১২ জনের। মৃতদের মধ্যে ৮ জন মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। জানা যাচ্ছে, মুর্শিদাবাদের নওদা রঘুনাথগঞ্জেই মারা গিয়েছেন ৫ জন। ২ জনের মৃত্যু হয়েছে বহরমপুরে। অন্যদিকে হুগলি জেলায় বাজ পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। প্রত্যেকেই খানাকুলের বাসিন্দা। এছাড়াও ২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হতাহতের প্রাথমিক তালিকা

সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গা থেকেও বজ্রপাতের খবর এসেছে। সাম্প্রতিককালে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। কিন্তু একবারে ১২ জনের মৃত্যু নজিরবিহীন। 

Comments are closed.