গত সপ্তাহের মতো এই সপ্তাহের বেঙ্গল টপার “গৌরী এলো”! পিছিয়ে গেল “গাঁটছড়া”, প্রথম পাঁচে উঠে এলো “খেলনা বাড়ি”! কোথায় তলিয়ে যাচ্ছেন “মিঠাই”? ভাইরাল টি. আর. পি লিস্ট

প্রত্যেক সপ্তাহের মতোই এই সপ্তাহতেও প্রত্যেক প্রাইভেট চ্যানেলের টিআরপির হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছে। সপ্তাহের টিআরপি ফলাফল ইতিমধ্যেই চলে এসেছে আমাদের সামনে। তবে এ সপ্তাহেতেও বেশ ভালোই বড় চমক দেখতে পাওয়া গিয়েছে। “মিঠাই” কে আজকের টিআরপি লিস্টে প্রথম পাঁচেও দেখতে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে গত সপ্তাহতে “গৌরী এলো” প্রথম স্থান অধিকার করেছিল। এবারেও সে নিজের জায়গা বজায় রেখেছে। গত সপ্তাহ হতেও দ্বিতীয় স্থানে ছিল “জগদ্ধাত্রী” এবং এই সপ্তাহতেও তাই রয়েছে।

আবার এগিয়ে এসেছে “ধুলোকণা”। “গাঁটছড়া” কে টপকে তৃতীয় স্থান অধিকার করেছে। অন্যদিকে প্রথম তিনের বাইরে বেরিয়ে গেল “গাঁটছড়া”। ধারাবাহিক খুব ভালো একটা ট্র্যাক দেখাতে পারছে না বলেই মনে করছে বর্তমান দর্শক। যদিও “ধূলকণা”র একটা ছোট্ট টুইস্ট টিআরপি লিস্টে এক ধাপ এগিয়ে দিয়েছে এই ধারাবাহিককে। কিন্তু গত সপ্তাহে “মিঠাই” ছিল প্রথম পাঁচে। আবার এই সপ্তাহে প্রথম পাঁচে উঠে এসেছে “খেলনা বাড়ি”।

চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের প্রথম ৫ ধারাবাহিক কোনগুলি।
এই সপ্তাহের বাংলার সেরা ৫ ধারাবাহিক হলো –
১ম – গৌরী এলো (৭.৫) [বঙ্গ সেরা]
২য় – জগদ্ধাত্রী (৭.০)
৩য় – ধুলোকণা (৬.৭)
৪র্থ – গাঁটছড়া (৬.৫)
৫ম – খেলনা বাড়ি (৬.১)

এবার চলুন দেখে নেওয়া যাক স্টার জলসা এবং জি বাংলার অন্যান্য ধারাবাহিকের টিআরপি রেটিং –
5:00 PM : বিক্রম বেতাল (১.১)
5:30 PM : গুড্ডি (৩.৬) | দিদি No.1 S9 (২.৯)
6:00 PM : নবাব নন্দিনী (৫.৪) | পিলু (৪.৭)
6:30 PM : সাহেবের চিঠি (৫.৮) | খেলনা বাড়ি (৬.১)
7:00 PM : গাঁটছড়া (৬.৫) | জগদ্ধাত্রী (৭.০)
7:30 PM : আলতা ফড়িং (৫.৯) | গৌরী এলো (৭.৫)
8:00 PM : ধুলোকণা (৬.৭) | মিঠাই (৫.৮)
8:30 PM : মাধবীলতা (৫.৮) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৫.৩)
9:00 PM : এক্কা দোক্কা (৪.৬) | এই পথ যদি না শেষ হয় (৪.৫)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৫.৭) | লালকুঠি (৩.৬)
10:00 PM : হরগৌরী পাইস হোটেল (৪.৪) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৩.১)
10:30 PM : গোধূলি আলাপ (২.৬) | উড়ন তুবড়ি (৩.৩)
11:00 PM : রাধাকৃষ্ণ (১.৪) | শিশু ভোলানাথ (২.০)

প্রাইভেট চ্যানেল দুটিতে শুধু যে ধারাবাহিক সম্প্রচারিত হয় তেমনটা কিন্তু নয়। সম্প্রচারিত হয় বেশ কিছু নন ফিকশন শো। ধারাবাহিকের থেকে এই সবগুলি জনপ্রিয় তাতে কম যায় না। এবার চলুন দেখে নিন আপনার প্রিয় নন ফিকশন শো গুলির টিআরপি রেটিং –
১ম – দিদি No.1 [সানডে ধামাকা] (৫.১)
২য় – সা রে গা মা পা (৪.৩)
৩য় – Dance Dance Junior (৪.১)
৪র্থ – রান্নাঘর (১.০)

Comments are closed.