‘I stand with Farmers’ লেখা মাস্ক পড়ে গ্র্যামি অ্যাওয়ার্ডে উপস্থিত কমেডিয়ান-ইউটিউবার লিলি সিংহ
লিলি সিংহের পোস্ট শেয়ার করেন অভিনেত্রী স্বরা ভাস্কর।
মুখে কালো মাস্ক, তাতে লেখা “I stand with Farmers”। জনপ্রিয় কমেডিয়ান-ইউটিউবার লিলি সিংহ এমনই পোশাকে উপস্থিত হয়েছিলেন ৬৩ তম গ্র্যামি অ্যাওয়ার্ডে। ভারতে চলমান কৃষক আন্দোলনের পক্ষ নিয়ে বিশ্বের দরবারে তুলে ধরতে গ্র্যামির মঞ্চকে ব্যবহার করেন তিনি।
রবিবার, নিজের টুইটার হ্যান্ডেলে গ্র্যামি অ্যাওয়ার্ডে নিজের মাস্ক পরিহিত ছবি পোস্ট করে লিলি সিংহ লিখেছেন, “I know red carpet/award show pictures always get the most coverage, so here you go media. Feel free to run with it #IStandWithFarmers #GRAMMYs.” অর্থাৎ আমি জানি রেড কার্পেট/ অ্যাওয়ার্ডের ছবিগুলো সব থেকে বেশি প্রাধান্য পায়। সে ক্ষেত্রে নির্দ্বিধায় বলুন “আমি কৃষকদের সঙ্গে আছি”।
I know red carpet/award show pictures always get the most coverage, so here you go media. Feel free to run with it ✊🏽 #IStandWithFarmers #GRAMMYs pic.twitter.com/hTM0zpXoIT
— Lilly // #LateWithLilly (@Lilly) March 15, 2021
লিলি সিংহের টুইট সোশ্যাল দুনিয়ায় প্রকাশ্যে আসতেই কমেন্ট করেন ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্কর, শ্রুতি শেঠ, WWF এর কুস্তিবীর সুনীল সিং সেট। এছাড়াও আজ লিলি সিংহের পোস্ট শেয়ার করেন অভিনেত্রী স্বরা ভাস্কর।
👏🏽👏🏽👏🏽👏🏽 @Lilly taking the Indian #FarmersProtests to the #GRAMMYs https://t.co/wxCd2WXPnn
— Swara Bhasker (@ReallySwara) March 15, 2021
প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে গ্লোবাল মিউজিক আইকন পপস্টার রিহানা ভারতে হওয়া কৃষকদের প্রতিবাদকে সমর্থন করে টুইট করেছিলেন। যা নিয়ে বহু কটাক্ষের সম্মুখীন হতে হয় পপস্টারকে।
Comments are closed.