দমদম শাখায় টানা ১০ ঘন্টা বন্ধ থাকবে রেল পরিষেবা, বাতিল ৩৮টি লোকাল ট্রেন, দূরপাল্লার ট্রেনেরও সূচি বদল
ফের ভোগান্তিতে পড়তে চলেছে নিত্য যাত্রীরা। দমদম শাখায় টানা ১০ ঘন্টা বন্ধ থাকবে রেল পরিষেবা। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার গভীর রাত থেকে রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। যার ফলে মোট ৩৮ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে একাধিক দূরপাল্লার ট্রেনের সূচিও বদল করা হয়েছে। পূর্ব রেলের তরফে আরও জানানো হয়েছে, ওই সময়ের মধ্যে যে সমস্ত দূরপাল্লার ট্রেনের শিয়ালদায় আসার কথা ছিল, সেগুলোকেও মাঝ পথে থামিয়ে দেওয়া হয়েছে।
পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদা দমমের মাঝে ২২ নম্বর ব্রীজে গার্ডরিংয়ের কাজ হবে। যে কারণে শনিবার গভীর রাত থেকে রবিবার পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। যদিও ছুটির দিন হওয়ায় লোকাল ট্রেন বাতিল হলেও তেমন কোনও সমস্যা হবে না বলে রেলের তরফে জানানো হয়েছে। নিত্যযাত্রীরা সেই অর্থে ভোগান্তির স্বীকার না হলেও মুশকিল পড়বেন দূর পাল্লার ট্রেনের যাত্রীরা। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডাউন গৌড়, দার্জিলিং, কাঞ্চনকন্যা, বলিয়া, পদাতিক এক্সপ্রেসকে শিয়ালদা পৌঁছানোর আগে মাঝ পথেই থামিয়ে দেওয়া হবে। যার জেরে ভোগান্তির মুখে পড়বেন ওই ট্রেনের যাত্রীরা। অন্যদিকে শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও বেশ কিছুক্ষণ দেরিতে ছাড়বে।
যে ৩৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে, হাবড়া, ডানকুনি, রানাঘাট, কল্যাণী, দত্তপুকুর, হাসনাবাদ, বারাকপুর, নৈহাটি, বারাসত, শান্তিপুর, বজবজ, গেদে লোকাল।
Comments are closed.