দেশে লকডাউনের মেয়াদ আরও ২ সপ্তাহের জন্য বাড়ানোর ঘোষণা করল কেন্দ্র। ৩ মে দ্বিতীয় দফার লকডাউন শেষ হওয়ার কথা ছিল। ফলে ৪ তারিখ থেকে কী হবে তা নিয়ে চলছিল জল্পনা। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, লকডাউনের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, গ্রিন এবং অরেঞ্জ জোনে যে সমস্ত ছাড় ইতিমধ্যেই দেওয়া হয়েছে তা চালু থাকবে, কিন্তু গোটা দেশে লকডাউন অব্যাহত থাকবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ বিষয়ে নয়া গাইডলাইন জারি করা হয়েছে। তাতে রেড, অরেঞ্জ ও গ্রিন জোনে কী কী খোলা থাকবে এবং কী কী বন্ধ থাকবে তার নির্দেশিকা রয়েছে। সরকারি সূত্রের খবর, গ্রিন ও অরেঞ্জ জোনে বিভিন্ন পরিষেবা শুরু করার সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বিমান ও ট্রেন চলাচল, স্কুল-কলেজ, জমায়েত, সভা সহ যে সমস্ত অ্যাক্টিভিটি বন্ধ ছিল, তা আগামী ১৪ দিন বন্ধ থাকবে।
Comments are closed.