শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছিল তৃণমূল। এবার সেই বিষয়টি সংসদের প্রিভিলেজ কমিটিতে পাঠিয়ে তদন্তের নির্দেশ দিলেন স্পিকার ওম বিড়লা।
একুশের ভোটের আগে বিজেপির মঞ্চে দেখা গিয়েছিল তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে। এই অভিযোগে কাঁথির সাংসদের বিরুদ্ধে দলত্যাগী আইনে সাংসদ পদ খারিজের দাবি তোলে তৃণমূল। ঘাসফুল শিবিরের লোকসভার দলনেতা সুদীপ ব্যানার্জি শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আবেদন জানিয়ে জুন মাসে স্পিকারকে চিঠি লেখেন। তারপরেও একাধিকবার বিষয়টি নিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলেন।
অবশেষে তৃণমূলের দাবির ভিত্তিতে অভিযোগটি স্বাধিকার ভঙ্গ কমিটিতে পাঠিয়েছেন স্পিকার। জানা গিয়েছে প্রিভিলেজ কমিটি দু’তরফের কথা শুনে একটি রিপোর্ট প্রস্তুত করে স্পিকারের কাছে জমা দেবে। যার ভিত্তিতে শিশির অধিকারীর বিরুদ্ধে দলত্যাগী বরোধী আইন কার্যকর হবে কিনা সিদ্ধান্ত নেবেন লোকসভার স্পিকার।
উল্লেখ, সম্প্রতি মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে রাজ্য বিজেপি বিধানসভার অধ্যক্ষের কাছে যে অভিযোগ করেছিল, তার শুনানি শেষে হয়েছে। বিধানসভার অধ্যক্ষ দুই পক্ষের বক্তব্য শুনেছেন। আগামী সপ্তাহে এই বিষয়ে তাঁর রায় জানানোর কথা।
Comments are closed.