মোবাইল হারিয়ে গেলে খুঁজে পাওয়ার আশা প্রায় থাকেই না। থানায় অভিযোগ দায়ের করা হলেও তা নিয়ম রক্ষার জন্য করা হয়, এমন অভিযোগ দীর্ঘ দিনের। আর যদিও বা পুরোনো ফোন উদ্ধার হয় কিন্তু ততদিনে আমরা নতুন ফোন কিনে ফেলি। মোবাইল হারানো মানে তার সঙ্গে অনেক জরুরি তথ্যও খোয়া যাবে। তবে এবার ফোন হারালে আপনি নিজেই খুঁজে পাবেন। প্রযুক্তির সাহায্য আপনি নিজেই কাজটি করতে পারবেন। তেমনই প্রযুক্তি আনছে কেন্দ্র। এমনটাই দাবি করেছে কেন্দ্র সরকার।
হারানো মোবাইল খুঁজে দেওয়ার নতুন এই প্রযুক্তির নাম সিইআইআর’।সেন্ট্রাল ইক্যুপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। সূত্রের খবর, আগামী ১৭ মে থেকে দেশজুড়ে নতুন এই পরিষেবা শুরু হয়ে যাবে। কেন্দ্রের দাবি, নতুন এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারী তাঁর হারানো মোবাইলকে খুব সহজেই ট্র্যাক করতে পারবেন। এমনকী অন্য কেউ যদি সে মোবাইলটি ব্যবহার করতে শুরু করে দেন, প্রযুক্তির সাহায্যে ফোনের প্রকৃত মালিক তাও বন্ধ করতে পারবেন।
জানা গিয়েছে, টেকনোলজি ডেভেলপমেন্ট বডি সেন্টার ফর ডিপার্টমেন্ট অফ টেলিমেটিক্স নামে এক সংস্থা এই প্রযুক্তিটি তৈরি করেছে। ইতিমধ্যেই এটি মহারাষ্ট্র, দিল্লি, কর্ণাটক সহ বেশ কয়েকটি রাজ্যে ব্যবহার করা হয়েছে। কর্ণাটকের পুলিশ এই প্রযুক্তি ব্যবহার করে প্রায় আড়াই হাজার হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেয়েছে বলে প্রযুক্তি নির্মাতাদের দাবি।
কিন্তু কীভাবে কাজ করবে এই প্রযুক্তি? প্রতিটি মোবাইলের জন্য একটি করে ১৫ সংখ্যার আইএমআই নাম্বর থাকে। কেন্দ্রের তরফে টেলিকম সংস্থাগুলোকে সেই নম্বর নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, টেলিকম সংস্থার পাশাপাশি মোবাইলের আইএমআই নম্বর সিআরআই প্রযুক্তি ব্যবহারকারীর কাছে থাকে। সেই সঙ্গে যুক্তি থাকবে ওই ব্যবহারকারীর ফোন নম্বর। আর এই আইএমআই নাম্বারের মাধ্যমেই প্রযুক্তির সাহায্যে হারানো মোবাইল খুঁজে পাবেন ব্যবহারকারীরা।
Comments are closed.