স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে কড়া বার্তা লাভলী মৈত্রের, যশের ত্রাণে দুর্নীতি রুখতে আগেভাগেই সতর্কতা
আমফানের পর ত্রাণ বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিধানসভা ভোটের আগে সেই ইস্যু নিয়ে বিজেপি ও সিপিএম ব্যাপক প্রচার চালিয়েছিল। সেই সময় কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
ঘূর্ণিঝড় যশ নিয়ে ত্রাণকাজে দুর্নীতি রুখতে আগে ভাগেই সতর্ক তৃণমূল। রবিবার এই নিয়ে বৈঠক করলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র। বৈঠক থেকে তিনি স্থানীয় প্রশাসন ও দলীয় কর্মীদের ত্রাণ বণ্টনে দুর্নীতি নিয়ে সতর্ক থাকার বার্তা দেন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকবে রাজ্য সরকার, জানিয়েছেন লাভলি মৈত্র। তিনি বলেন, যশ মোকাবিলায় গ্রামীন এলাকায় প্রতিটি পঞ্চায়েত ও পুর এলাকায় ওয়ার্ড অফিসে খোলা হবে কন্ট্রোল রুম।
পঞ্চায়েত এলাকায় মাটির বাড়ি অথবা বিপজ্জনক অবস্থায় যেসব বাড়ি রয়েছে, সেখান থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার নির্দেশ দেন।
আমফানের পর ত্রাণ বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিধানসভা ভোটের আগে সেই ইস্যু নিয়ে বিজেপি ও সিপিএম ব্যাপক প্রচার চালিয়েছিল। সেই সময় কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ত্রাণ বণ্টনে দুর্নীতি নিয়ে বিজেপি, সিপিএম প্রচার চালালেও গ্রাউন্ড রিয়ালিটি অন্যরকম ছিল। ভোটের ফলে পরিষ্কার, মানুষ দুর্নীতির অভিযোগ নেননি। এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় ফিরেছেন মমতা ব্যানার্জি। ক্ষমতায় বসার ১ মাসের মধ্যেই আরও একটি ঘূর্ণিঝড়ের মুখে নবান্ন। এবার যাতে দুর্নীতির অভিযোগ না ওঠে, সে জন্য শুরু থেকেই তৎপর রাজ্য সরকার। তারই অংশ হিসেবে লাভলি মৈত্র বৈঠক করে সবাইকে সতর্ক করে দিলেন।
Comments are closed.