জুন মাসের শুরু থেকেই ফের বাড়তে চলেছে রান্নার গ্যাসের দাম। এমনটাই আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, এবারে দাম বাড়লে তা ১,১০০ টাকা ছাড়াবে। রান্নার গ্যাসে ভর্তকির কথা ঘোষণা করলেও এখনই এলপিজি সিলন্ডারের জন্য একটি মোটা অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে। কিন্তু পুনরায় দাম বাড়লে স্বাভাবিক ভাবেই আরও চাপে পড়বে সাধারণ মানুষ।
মে মাসেই দু’বার দাম বেড়েছে রান্নার গ্যাসের। দু’বারে মোট ৫৩ টাকা রান্নার গ্যাসের দাম বেড়েছে। কলকাতায় বর্তমানে রান্নার গ্যাসের দাম ১,০২৯ টাকা।
প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম নির্ধারণ করা হয়। আশঙ্কা করা হচ্ছে জুন মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম বাড়তে পারে। বর্তমানে দেশের ৩টি মেট্রো শহরের মধ্যে দিল্লিতে ভর্তুকিযুক্ত LPG সিলিন্ডারের দাম ১০০৩ টাকা। মুম্বাইয়ে ১০০২.৫ টাকা। কলকাতায় ১০২৯ টাকা।
প্রসঙ্গত, আজই অর্থাৎ ৩১ মে যদি আপনি গ্যাসের বুকিং করেন তাহলে পুরোনো দামেই সিলিন্ডার পাবেন। কিন্তু জুন মাসের ১ তারিখ থেকে আপনাকে নতুন দামেই এলপিজি সিলিন্ডার নিতে হবে।
Comments are closed.