উজ্জ্বলা যোজনায় গ্যাসের দাম আরও কমাল কেন্দ্র; খানিকটা স্বস্তিতে মধ্যবিত্ত 

লোকসভা নির্বাচনের আগে ফের একবার গ্যাসের দাম নিয়ে বিরাট পদক্ষপে নিল মোদী সরকার। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অন্তর্ভুক্ত রান্নার গ্যাসের দাম  সিলিন্ডার পিছু আরও ১০০ টাকা করে কমানো হল। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

চলতি বছরে আগস্ট মাসের শেষেই রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে কমানোর কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। উজ্জ্বলা যোজনায় এই ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এবার সেই ছাড়ের পরিমাণ আরও ১০০ টাকা বাড়ানো হল। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর  জানিয়েছেন, উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে এই বাড়তি ছাড় ২০০ টাকার বদলে ৩০০ টাকা করা হচ্ছে। 

উল্লেখ্য, করোনা পর্বের পর থেকেই এক নাগারে দাম বাড়ছিল রান্নার গ্যাসের। মধ্যবিত্তের কার্যত নাভিশ্বাস ওঠার যোগান। যা নিয়ে বিরোধীরাও লাগাতার আক্রমণ শানাচ্ছিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ বাড়ছিল। এসব দিক নজরে রেখেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং আগামী লোকসভা নির্বাচনের দিকে নজর রেখে গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনেকের মনে করছেন। 

Comments are closed.