টকটকে লাল পাঞ্জাবি, চোখে কালো রোদ চশমা এবং গলায় গামছা নিয়ে হাতে টানা রিকশা টানলেন কামারহাটির বিধায়ক তথা প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র। শনিবার ভবানীপুরে এভাবেই অভিনব কায়দায় পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ করলেন তিনি। রাক্সচালককে রিকশায় বসিয়ে বেশ কিছুটা পথ রিকশা চালান মদন মিত্র। ‘আমি যে রিক্সাওয়ালা’ গানও গাইলেন তিনি।
সাংবাদিকদের কামারহাটির বিধায়ক বলেন, রিকশা থেকেই তো পরিবহনের সূত্রপাত। আর যে ভাবে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে বাস, ট্যাক্সি চড়া দুস্কর। তাই নতুন করে সেই রিকশাকেই প্রমোট করতে হচ্ছে।
এদিন তিনি ১ টাকার বিনিময়ে ৫ কেজি করে সব্জিও তুলে দেন সাধারণ মানুষের হাতে।
রিকশা টানার পাশাপাশি জল দিয়ে রিকশাচালকদের পা ধুইয়ে দিতেও দেখা যায় তৃণমূলের এই হেভিওয়েট নেতাকে। সেই সঙ্গে প্রত্যেককে তিনি মিষ্টি মুখও করান। পুরো ঘটনাটাই ফেসবুক লাইভ করেন তিনি।
রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁই ছুঁই। পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও। অস্বাভাবিক দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে আম জনতার। জ্বালানির দাম বৃদ্ধির ফলে সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি ঘটেছে। করোনার জেরে অনেকেই কর্মহীন। বহু পরিবারের রোজগার তলানিতে ঠেকেছে। এর উপর মূল্য বৃদ্ধির জেরে কার্যত বিপর্যস্ত সাধারণ মানুষ।
উল্লেখ্য এর আগেও পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়ি এবং পালকি নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। শনিবার প্রাক্তন পরিবহন মন্ত্রীর প্রতিবাদের ধরণ নজর কেড়েছে অনেকের।
Comments are closed.