দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর ভোট দিলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। কামারহাটিতে চলছে পঞ্চম দফার ভোট। সাদা কুর্তার সঙ্গে সাদা পাজামা পড়েছিলেন মদন। চোখে কালো সানগ্লাস। হাতে লাল কাপড়ের ব্যান্ড। সকাল থেকেই রঙিন মদন।
দক্ষিণেশ্বর মন্দির থেকে তিনি বলেন, সবার ওপরে রয়েছে মা। মায়ের শক্তি দিয়ে প্রমাণ করে দেব, ক্ষমতায় আসছি আমরাই। এরপর তিনি কামারহাটির ১২ নং বুথে যান। অভিযোগ সেখানে তাঁকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মদনের কাছে পরিচয় পত্র দেখতে চান বাহিনীর জওয়ানরা। তিনি নিজেকে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বলে পরিচয় দেন। তখনই তাঁর বুক পকেটে কী আছে জানতে চান জওয়ানরা। মদন উত্তর দেন, বুক পকেটে অ্যাটম বোম! এরপর তাঁর বুক পকেটে হাত ঢোকান কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান বলে অভিযোগ প্রার্থীর।
মদনের দাবি, জওয়ান পকেট থেকে একটি মা কালীর ছবি বের করেন। উত্তেজিত হয়ে পড়েন মদন মিত্র। বুথ থেকে বেরিয়ে যাওয়ার সময় শুধু বলেন, মদন মিত্রকে আটকানোর ক্ষমতা কারও নেই। প্রার্থীর বুকের পকেটে হাত দেওয়ার অভিযোগ জানাবেন কমিশনের কাছে, জানান কামারহাটির প্রার্থী মদন মিত্র।
Comments are closed.