কথাতেই আছে কারোর পৌষ মাস কারো সর্বনাশ! এবার হয়তো বৌমা একঘর এর মতই অবস্থা হবে মন ফাগুন সিরিয়ালের। বেশ কিছুদিন ধরে টিআরপি তালিকায় পিছনের শাড়িতে রয়েছে স্টার জলসার মন ফাগুন সিরিয়ালটি। কোনমতেই লক্ষ্মী কাকিমাকে টক্কর দিতে পারছে না পিহু এবং ঋষি র প্রেমের গল্প। শেষকালে এক বিশেষ সিদ্ধান্ত নিতে বাধ্য হল চ্যানেল কর্তৃপক্ষ। আগামী বাইশে আগস্ট থেকে রাত সাড়ে আটটায় দেখা যাবে মাধবীলতা সিরিয়ালটি।
মাধবীলতার প্রমো প্রকাশিত হয়েছিল গত মাসের দিকে। স্টার জলসার নতুন মেগা সিরিয়াল ‘সাহেবের চিঠি’, ‘এক্কা দোক্কা’, ‘নবাব নন্দিনী’ র পাশাপাশি আরও এক নতুন সিরিয়াল হলো ‘জীবন সাথী’ খ্যাত শ্রাবণী ভুঁইয়া এবং জলসার ঘরের ছেলে সুস্মিতা মুখোপাধ্যায় অভিনিত মাধবীলতা। রাত সাড়ে আটটায় এই সিরিয়ালটি সম্প্রচারিত হবে।
এবার প্রশ্ন হল তবে কি এবার মন ফাগুন সিরিয়ালটি বন্ধ হয়ে যাবে? এর উত্তরে বলা যেতে পারে যে চ্যানেল কর্তৃপক্ষ সেই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি। তবে মনে করা হচ্ছে বিকেল বা দুপুরে এই সিরিয়ালটি দেখানো যেতে পারে।কয়েক সপ্তাহ ধরে মন ফাগুন সিরিয়ালটি দর্শকদের জনপ্রিয়তা হারিয়েছে। ঋষির নতুন অবতারকেও দর্শকরা তেমনভাবে পছন্দ করেন নি। তাই অনেকেই মনে করছিলেন যে এই সিরিয়ালটি হয়তো বন্ধ হয়ে যেতে পারে।
এই প্রমো দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে যে মাধবীলতা সিরিয়ালটি একটি মেয়ের গাছ বাঁচানোর গল্প নিয়ে তৈরি হয়েছে। গ্রামের গণ্যমান্য ব্যক্তি পুষ্পরঞ্জন চৌধুরী (কুশল চক্রবর্তী) এলাকার জঙ্গল কেটে সাফ করে দিতে চাইছেন। এমন সময় মাধবীলতা এসে হুমকার তুলে বলে – ‘এই জঙ্গল আমার প্রাণ আছে, আর গাছ আমার মা। আর যে গাছ কাটতে আসবে, তার হাত আমি কেটে নেব’। অপরদিকে আবার পুষ্পরঞ্জন চৌধুরীর ছেলে সুস্মিত মুখার্জি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। সে জঙ্গলে ফটো তুলতে গিয়ে মাধবীলতাকে দেখে প্রেমে পড়ে যায়।
Comments are closed.