মে মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল

সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সাধারণত মাধ্যমিক পরীক্ষার ৯০ দিনের মধ্যে প্রকাশিত জয় ফলাফল।

 

মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গাঙ্গুলি জানিয়েছেন, সব খাতা দেখার ফাইনাল পর্যায়ের কাজ চলছে। সামান্য ভুল ত্রুটি যেন না থাকে, তা খতিয়ে দেখা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে মে মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।

এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। এই বছর পরীক্ষা দিয়েছিল মোট ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন। এই বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৪ লক্ষ। নাম নথিভুক্ত করেও পরীক্ষায় বসেনি প্রায় ২ লক্ষ পরীক্ষার্থী। আপাতত মে মাসেই ফল প্রকাশের কথা থাকলেও রেজাল্ট আউটের নির্দিষ্ট তারিখ এখনও পর্যন্ত জানায়নি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ

Comments are closed.