আগামী বছর ১ জুন থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১০ জুন।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ১ জুন প্রথম ভাষা, ২ জুন দ্বিতীয় ভাষা, ৩ জুন ভূগোল, ৫ জুন ইতিহাস, ৭ জুন অঙ্ক, ৮ জুন জীবন বিজ্ঞান, ৯ জুন ভৌত বিজ্ঞান এবং ১০ জুন অ্যাডিশনাল। পরীক্ষা শুরু হবে সকাল ১১ টা ৪৫ মিনিটে, শেষ দুপুর ৩ টেয়। পর্ষদ সূত্রে খবর প্রথম ১৫ মিনিট বরাদ্দ করা হয়েছে প্রশ্নপত্র পড়ার জন্য।
এদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে ২০২১ সালের উচ্চমাধ্যমিক শুরু হবে ১৫ জুন। শেষ ৩০ জুন। সকাল ১০ টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত। তবে ৩০ জুন পরীক্ষা না হওয়ার সম্ভাবনাই বেশি। সেদিন আদিবাসীদের হুল উৎসব। তাই সেদিন উচ্চমাধ্যমিক পরীক্ষা না নেওয়ার জন্য সংসদকে অনুরোধ করা হবে বলে শনিবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি।
Comments are closed.