অগ্নিবীরদের চাকরি দেবে মাহিন্দ্রা গ্রুপ; ট্যুইটে প্রতিশ্রুতি আনন্দ মাহিন্দ্রার  

কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্প ঘিরে কার্যত গোটা দেশ বিক্ষোভে উত্তাল। বিক্ষোভকারীদের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোমবারও দেশ জুড়ে বনধ ডাকা হয়েছে। এই আবহে প্রাক্তন ‘অগ্নিবীর’দের জন্য বড়সড় ঘোষণা করলেন মাহিন্দ্রা গ্রুপের কর্ণধার আনন্দ মাহিন্দ্রা। সোমবার একটি ট্যুইটে তিনি প্রতিশ্রুতি দেন, অবসরের পর অগ্নিবীরদের চাকরি দেবে তাঁর সংস্থা। সেই সঙ্গে অগ্নিবপথ প্রকল্পের প্রতিবাদে দেশজুড়ে যে বিক্ষোভের আগুন জ্বলছে তা নিয়েও মুখ খুলেছেন তিনি। 

এদিন তিনি ট্যুইটে লেখেন, অগ্নিপথ-র প্রতিবাদে যে হিংসাত্বক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। তিনি জানান, এক বছর আগে যখন এই প্রকল্পের কথা শুনেছিলেন তখনই তাঁর মনে হয়েছিল, অগ্নিবীরদের শৃঙ্খলা এবং দক্ষতা তাঁদের বিভিন্ন ক্ষেত্রে কাজে অগ্রাধিকার এনে দেবে। তারপরেই আনন্দ মাহিন্দ্রা ঘোষণা করেন, অগ্নিবীরদের সংস্থায় নিয়োগ করে সেই সুযোগটাই কাজে লাগাতে চায় মাহিন্দ্রা গ্রুপ। 

 

প্রসঙ্গত এর আগে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক জানিয়েছে, প্রাক্তন অগ্নিবীরদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।  সেই সঙ্গে আসাম রাইফেল সহ বেশ কিছু জায়গায় চাকরির সংরক্ষণ-এর কথাও ঘোষণা করা হয়েছে। এবার সেই তালিকায় মাহিন্দ্রা গোষ্ঠীরও নাম উঠে এল। 

Comments are closed.