কন্যাশ্রী, সবুজ সাথী প্রকল্পে উপকৃত তার পরিবার, মালদা থেকে এসে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ছোট্ট সায়ন্তিকা
অভাবের সংসার। দুই দিদির পড়াশোনা বন্ধ হতে বসেছিল। এর মধ্যেই রাজ্যের কল্যাণমূলক প্রকল্পগুলো যেন অবলম্বনের মতো তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিল। রাজ্যের কন্যাশ্রী, সবুজ সাথীর মতো প্রকল্পগুলোর সাহায্যে পড়াশোনা চালিয়ে যেতে পেরেছে তার দুই দিদি। সে কারণেই বৃহস্পতিবার মালদা থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে কালীঘাটে এসে পৌঁছায় ছোট্টো সায়ন্তিকা। সঙ্গে ছিল তার মা বাবাও।
মালদারই একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সায়ন্তিকা। এদিন মা-বাবার সঙ্গে মালদা পর্যন্ত ট্রেন করে শিয়ালদা আসে সে। তারপর সাইকেল চালিয়ে কালীঘাটের পৌঁছে যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানায় খুদে ছাত্রী। তৃণমূল নেত্রীর হাতে তুলে দেন মালদা থেকে আনা আমসত্ত্ব। পাল্টা মুখ্যমন্ত্রীও খুদের হাতে উপহার তুলে দেন। সেই সঙ্গে তাদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন।
সায়ন্তিকার দাবি, রাজ্যের প্রকল্পগুলোর সাহায্যে তার দুই দিদি পড়াশোনা করতে পেরেছে। বর্তমানে তার এক দিদি স্নাকোত্তর অন্যজন স্নাতক স্তরে পড়ছে। এখন সংসারের অভাবও কিছুটা মিটেছে।
সায়ন্তিকার ছবি দিয়ে মুখ্যমন্ত্রী ফেসবুকে নিজের ভালোলাগার কথা জানিয়েছেন।
Comments are closed.