মালদায় ভোট সপ্তম দফায়, ১৬ ও ১৯-এর ভোটে কী ফল ছিল?

মালদা জেলায় ১২ টি বিধানসভা আসন। এরমধ্যে ৬টি কেন্দ্রে ভোট হবে সপ্তম দফায়। আর বাকি ৬ আসনের ভোট অষ্টম দফায়। সপ্তম দফায় ভোট হবে হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া কেন্দ্রে।

একনজরে দেখে নেওয়া যাক এই কেন্দ্রগুলিতে ২০১৬ আর ২০১৯ সালে কী ফল ছিল?

হবিবপুর বিধানসভা আসনে ২০১৬ সালে জিতেছিলেন সিপিএম প্রার্থী খগেন মুর্মু। পরবর্তীতে তিনি বিজেপিতে যোগ দেন। তাঁকেই লোকসভার প্রার্থী করে বিজেপি। তিনি হবিবপুর কেন্দ্রে এগিয়ে ৫৩ হাজারেরও বেশি ভোটে।
এবার তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কে। সিপিএম প্রার্থী ঠাকুর টুডু। বিজেপি প্রার্থী জোয়েল মুর্মু।

গাজোল বিধানসভায় ২০১৬ সালে জিতেছিলেন সিপিএমের দীপালি বিশ্বাস। তিনিও বিজেপিতে যোগ দিয়েছেন। ২০১৯ সালের লোকসভায় ৪১ হাজার ভোটে এগিয়ে বিজেপি।
এবার সিপিএম প্রার্থী অরুণ কুমার বিশ্বাস। তৃণমূল প্রার্থী বাসন্তী বর্মণ। বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মণ।

২০১৬ সালে চাঁচল কেন্দ্রে কংগ্রেসের আসিফ মেহেবুব জয়লাভ করেন। এখানে লোকসভায় এগিয়ে কংগ্রেস।
এবার তৃণমূল প্রার্থী নীহার রঞ্জন ঘোষ। কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুব। বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম।

হরিশচন্দ্রপুর কেন্দ্রে বিধানসভা ভোটে কংগ্রেসের মোস্তাক আলম জেতেন। ২০১৯ সালে এই কেন্দ্রে এগিয়ে গেছে তৃণমূল।
এবার বিজেপি প্রার্থী মাতিবুর রহমান। তৃণমূল প্রার্থী তাজবুল হোসেন। কংগ্রেস প্রার্থী আলম মোস্তাক।

মালতিপুর কেন্দ্রে ২০১৬ সালে জেতেন কংগ্রেসের অলবেরুনি জুলকারনাইন। ২০১৯ সালে এই কেন্দ্রে লিড ধরে রেখেছে কংগ্রেস।
এবার কংগ্রেস প্রার্থী আলবেরুনি জুলকারনাইন। তৃণমূল প্রার্থী আবদুর রহিম বক্সি। বিজেপি প্রার্থী মৌসুমী দাস।

রতুয়া কেন্দ্রে ২০১৬ সালে জিতেছিলেন কংগ্রেসের সমর মুখার্জি। ২০১৯ লোকসভায় এগিয়ে গেছে তৃণমূল।
এবার তৃণমূল প্রার্থী সমর মুখার্জি। কংগ্রেস প্রার্থী নাজমা খাতুন। বিজেপি প্রার্থী অভিষেক সিঙ্ঘানিয়া।

Comments are closed.