অষ্টম দফায় মালদার ৬ আসনে ভোট, ২০১৬ আর ২০১৯-এর ফলাফল কী ছিল?

অষ্টম অর্থাৎ শেষ দফায় ভোট মালদা জেলায়। এর আগে সপ্তম দফায় ভোট হয়েছিল ৬ আসনে। বাকি ৬ আসনের ভোট হবে বৃহস্পতিবার। এই আসনগুলি হল, মানিকচক, মালদা, ইংলিশবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর।

দেখে নেওয়া যাক , এই কেন্দ্রগুলিতে ১৬ আর ১৯ এর ফলাফল কী ছিল?

মানিকচক কেন্দ্রে ২০১৬ সালে তৃণমূলের সাবিত্রী মিত্রকে হারিয়ে জিতেছিলেন কংগ্রেসের মহম্মদ মোত্তাকিন আলম। ২০১৯ সালে এই কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি।
এই ভোটেও তৃণমূল প্রার্থী করেছে সাবিত্রী মিত্রকে। বিজেপি প্রার্থী গৌড়চন্দ্র মণ্ডল। কংগ্রেস প্রার্থী করেছে মহম্মদ মোত্তাকিন আলমকে।

২০১৬ সালে মালদা বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের ভুপেন্দ্রনাথ হালদার জয় পান। ২০১৯ সালে এই কেন্দ্রে বড়ো ব্যবধানে এগিয়ে বিজেপি।
একুশের ভোটে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমার চৌধুরী। বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা। কংগ্রেস প্রার্থী ভুপেন্দ্রনাথ হালদার।

ইংলিশবাজার কেন্দ্রে ২০১৬ সালে জেতেন বাম-কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী নিহাররঞ্জন ঘোষ। ২০১৯ সালে এই আসনে এগিয়ে বিশাল ব্যবিধানে এগিয়ে বিজেপি।
এই ভোটে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সিপিএম প্রার্থী কৌশিক মিশ্র।

মোথাবাড়ি কেন্দ্রে ২০১৬ সালে প্রায় ৭০ হাজার ভোট পেয়ে জয়লাভ করেন সাবিনা ইয়াসমিন। ২০১৯ সালে লিড ধরে রেখেছে কংগ্রেস।
একুশের ভোটেও এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। সিপিএম প্রার্থী মহম্মদ ইব্রাহিম। বিজেপি প্রার্থী শ্যামচাঁদ ঘোষ।

সুজাপুরে ২০১৬ সালে জয় পান কংগ্রেসের ঈশা খান চৌধুরী (৯৭,৩৩২)। দ্বিতীয় হন তৃণমূলের লেবু বাবু। ২০১৯ সালেও এগিয়ে কংগ্রেস।
এবার বিজেপি প্রার্থী শেখ জিয়াউদ্দিন। কংগ্রেসের ঈশা খান চৌধুরী। তৃণমূল প্রার্থী আবদুল ঘানি।

বৈষ্ণবনগর কেন্দ্রে ২০১৬ সালে জিতেছিলেন বিজেপির স্বাধীন সরকার (৭০,১৮৫)। দ্বিতীয় হন জাতীয় কংগ্রেসের আজিজুল হক। ২০১৯ সালের লোকসভায় এই কেন্দ্রে প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে বিজেপি।
এই ভোটে এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আজিজুল হক। বিজেপি প্রার্থী স্বাধীন কুমার সরকার। তৃণমূল প্রার্থী চন্দনা সরকার।

Comments are closed.