শুভেন্দু এপিসোডের মধ্যেই পূর্ব মেদিনীপুর নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী বললেন তিনি?

বৃহস্পতিবার যখন কাঁথি থেকে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানাচ্ছেন শুভেন্দু অধিকারী, ঠিক তখনই নবান্ন থেকে পূর্ব মেদিনীপুরকে নিয়ে বড় ঘোষণা করলেন মমতা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা,পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরি করতে বড় শিল্পপতিদের আহ্বান করছেন তাঁরা। দরপত্র তৈরি। আগামী সোমবারই বিভিন্ন সংবাদপত্রে তাজপুর পোর্ট নিয়ে বিজ্ঞাপন দেওয়া হবে। বড় বড় কোম্পানিকে দরপত্রের আহ্বান করা হচ্ছে। মমতার কথায়, রাজ্য সরকারের এটি যুগান্তকারী পদক্ষেপ। তবে ৪ হাজার ৩০০ কোটি টাকার এই প্রোজেক্টে কোনও জমি অধিগ্রহণ হবে না। বরং অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে আশা করা হচ্ছে। ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। তাজপুর গভীর সমুদ্র বন্দরের মাধ্যমে দুই মেদিনীপুরে ব্যবসা- বাণিজ্যের প্রসার ঘটবে। রাজ্যের লৌহ-ইস্পাতের রফতানি আরও বৃদ্ধি পাবে। এই বন্দর তৈরি হলে মেদিনীপুর থেকেই সমগ্র দক্ষিণ- পূর্ব এশিয়া ও জাপানে সি ফুড রফতানি আরও বৃদ্ধি পাবে। মৎস্যজীবীদের পাশাপাশি আরও প্রচুর মানুষ উপকৃত হবেন। মানুষের আয়ের উৎস খুলে যাবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
মমতার কথায়, অনেক বড় খবরের মধ্যে আজ তিনটে পজিটিভ খবর দেব। আশা করি সংবাদমাধ্যমগুলি নজর দেবে। তাজপুর পোর্ট ছাড়া সিঙ্গুরে ১১ একর জমির উপর অ্যাগ্রো ইন্ডাস্ট্রি পার্ক এবং পানাগড়ে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বলেন পানাগড়ে ধানুকা গ্রুপ ৪০০ কোটি টাকার প্রোজেক্ট করবে। সেখানে ফুড প্যাকেজিং শিল্প হবে। তবে জোর করে কোথাও জমি নিয়ে শিল্প গড়বে না সরকার।

Comments are closed.