সড়কপথে জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গে সোজা পৌঁছে যাওয়া যাবে। রাস্তা তৈরি করছে রাজ্য। শুক্রবার বাঁকুড়ার জনসভা থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই কাজের জন্য রাজ্য সরকার তিন হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান তিনি।
বাজেট পেশের পর দিন থেকেই জঙ্গলমহল সফরে বেড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন বাঁকুড়ায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখান থেকেই বাঁকুড়ার পাশাপাশি জঙ্গলমহলের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ওই প্রসঙ্গেই তিনি জানান, এবার থেকে পশ্চিম মেদিনীপুরের দাসপুর হয়ে জয়রামবাটি-কামারপুকুর থেকে বর্ধমানের মোরগ্রাম পথে উত্তরবঙ্গে চলে যাওয়া যাবে। এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, বর্তমানে বাঁকুড়ার জল সংকট অনেকটাই কমানো গিয়েছে। ৩ লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে গিয়েছে, আগামী বছর বাঁকুড়ার সব ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিনও ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন তৃণমূল নেত্রী। রাজ্য থেকেই টাকা তুলে নিয়ে যাচ্ছে, অথচ দিচ্ছে না। এরপরেই বকেয়া ডিএ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য, আমি ম্যাজিশিয়ান নই। টাকা জোগাড় করতে হয়। কেন্দ্রের এত বঞ্চনা সত্ত্বেও ৩ শতাংশ ডিএ দিতে পেরেছে রাজ্য।
Comments are closed.