সব ঠিক থাকলে ফের একবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। চলতি মাসেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা। নবান্ন সূত্রে খবর, ৫ ডিসেম্বর সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে মমতা ব্যানার্জিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রের খবর, ওই বৈঠকের শেষে বা আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলতে পারেন তৃণমূল নেত্রী। জানা গিয়েছে, মূলত রাজ্যের বকেয়া টাকা নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের দাবি, গত ডিসেম্বর মাস থেকে ১০০ দিনের বকেয়া টাকা দেয়নি কেন্দ্র। যা নিয়ে একাধিকবার শাসক বিরোধী তরজায় উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। সম্প্রতি ঝাড়গ্রাম সফরে গিয়েও রাজ্যের দাবিদাওয়া নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার জন্য মোট বরাদ্দ ৫ হাজার ৫০০ কোটি টাকার মধ্যে রাজ্যের জন্য ৫৮৪ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র। যদিও তৃণমূলের দাবি, দিল্লির কাছে এখনও রাজ্যের অনেক বকেয়া রয়েছে। এই আবহে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক ঘিরে ইতিমধ্যেই নানান জল্পনা শুরু হয়েছে।
Comments are closed.