স্থানীয় বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়ার পরেই ডেউচা-পাঁচমির কয়লাখনির কাজ শুরু হবে। কয়লাখনি সংক্রান্ত ঘোষণার সময় আগেই একথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মতো ক্ষতিপূরণের জন্য সরকারি প্যাকেজও ঘোষণা করা হয়েছে। সেই মতোই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, ইচ্ছুক জমিদাতা পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, জমিদাতাদের পরিবারের একজনকে কনস্টেবল পদে নিয়োগ করবে রাজ্য। এছাড়াও জানা গিয়েছে, চাকরির পাশপাশি তাঁদের ক্ষতিপূরণ এবং জমির বদলে অন্য জমি দেবে সরকার।
ইতিমধ্যেই প্রকল্পের জন্য স্থানীয়দের একটি অংশ জমি দিতে ইচ্ছুক হয়েছেন বলে জানা গিয়েছে। অনেকেই ইতিমধ্যে জমির কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করেছেন। তাঁদের অন্যান্য ক্ষতিপূরণ-এর সঙ্গে চাকরির নিয়োগপত্র দেওয়া নিয়েও কাজ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে মুখ্যমন্ত্রীর ঘোষণার জেরে জমিদাতাদের সংখ্যা আরও বাড়বে এমনটাই মত অনেকের।
Comments are closed.