২০২২ ফেব্রুয়ারিতে গোয়ার বিধানসভা ভোট। তার আগে ত্রিপুরার মতোই গোয়ায় সংগঠনের শক্তি বাড়াতে তৎপর ঘাসফুল শিবির। এই নিয়ে দ্বিতীয়বার গোয়া সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোম ও মঙ্গলবার সৈকত শহরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর।
তৃণমূল সূত্রে খবর, সোমবার দুপুর ১ টা নাগাদ গোয়া ইন্টারন্যাশনাল সেন্টারে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তা বলবেন মমতা ব্যানার্জি। এদিনই দুপুর তিনটেয় তাঁর একটি জনসভা করার কথা রয়েছে। জানা গিয়েছে, বেনৌলিমে জনসভা করবেন তিনি। দলীয় সূত্রে খবর, দু’দিনে মোট তিনটে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো।
মুখ্যমন্ত্রীর প্রথম গোয়া সফরে বেশ কয়েকজন বিশিষ্ঠজন তৃণমূলে যোগ দিয়েছেন। টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেতা তথা সাঁতারু নাফিসা আলী। এবারেও মুখ্যমন্ত্রীর সফরে বেশ কয়েকজন তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এবারের গোয়া সফরে, তৃণমূলে যোগ দিতে পারেন গোয়ার আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী ও এনসিপি-র বিধায়ক আলেমাও চার্চিল সহ বেশ কয়েকজন হেভিওয়েট রাজনীতিক।
Comments are closed.