উত্তরপ্রদেশে বিজেপি হারলে সারা দেশেও বিজেপি হারবে। মঙ্গলবার অখিলেশ যাদবের হয়ে প্রচারে গিয়ে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে এদিন একাধিক বিষয় নিয়ে বিজেপির তীব্র সমালোচনা করেন তৃণমূল নেত্রী।
সোমবারই উত্তরপ্রদেশে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। আগামী কর্মসূচি অনুযায়ী এদিন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে ভার্চুয়াল প্রচার করেন সঙ্গে সাংবাদিক বৈঠকও করেন। ওই বৈঠকে থেকে বিজেপিকে একের পর এক কড়া আক্রমণ শানান তৃণমূল নেত্রী। যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে বলেন, উন্নাওয়ে, হাথরাসে যে ঘটনা হয়েছে আগে তার জন্য ক্ষমা চান। তারপর মানুষের কাছে ভোট চাইবেন। এদিন কোভিড প্রসঙ্গে টেনে এনে মমতা বলেন, করোনায় যখন মানুষ মারা যাচ্ছিল। পবিত্র গঙ্গায় আপনারা তাদের লাশ ভাসিয়ে দিয়েছিলেন। সেই মৃত দেশ আমরা সৎকার করেছি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তাঁর কটাক্ষ, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে যখন এখানে মানুষ মরছিল, তখন যোগীজী বাংলায় গিয়েছিল মমতা ব্যানার্জিকে হারাতে।
সেই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, উত্তরপ্রদেশে যে টাকা বিনিয়োগ হয়েছে বলছেন সেই টাকা কোথায় গেল? সেই অর্থ পিএম কেয়ারে গেছে, অডিট হবে না বলে ? কত পরিযায়ী শ্রমিক অনাহারে মারা গেছেন? কোভিডে, কৃষক আন্দোলনে, এনআরসি আন্দোলনে বহু মানুষ মারা গেছেন। তাঁদের সবার পরিবারের একজনকে রেলে চাকরি দিতে হবে। ম্যানিফেস্টোতে আগে সেকথা লিখুন।
এছাড়াও এদিন মমতা ব্যানার্জি ঘোষণা করেন, অখিলেশ যাদব জিতলে বাংলা আর উত্তরপ্রদেশ মিলে শিল্প তৈরি হবে। বাংলা ও উত্তরপ্রদেশ একসঙ্গে পর্যটন শিল্পের উন্নতির জন্য কাজ করবে।
Comments are closed.