স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। শাসক-বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। এই আবহে রীতিমতো পরিসংখ্যান দিয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে সিপিএমকে একহাত নিলেন মমতা ব্যানার্জি। বক্তৃতা রাখতে উঠে উপস্থিত জনতার উদ্দেশ্যে তৃণমূল নেত্রী বলেন, আপনারা বলুন, কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে আমাদের আমলে? আর সিপিএমের আমলে কত চাকরি পেয়েছ, তার লিস্ট কোথায়? তার পরেই সিপিএম বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর চাঞ্চল্যকর অভিযোগ, শুধু পয়সা নিয়েছ আর চাকরি দিয়েছ। সিস্টেমটা ওরা ভালো জানত।
মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, তাঁর সরকারের আমলে ১০ বছরে ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ জন নিয়োগ হয়েছে। তাঁর কথায় এর মধ্যে ২০০ জন অভিযোগ তুলেছে। এখনও একাধিক শূন্যপদ রয়েছে। খুব শীঘ্রই নিয়োগ করা হবে। এদিন বিরোধীদের পাল্টা একহাত নিয়ে তৃণমূল নেত্রীর তোপ, বলছে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। কিন্তু বর্তমানে ১৭৬টি পলিটেকনিক কলেজ আমরা করেছি। সেই সঙ্গে ৭ হাজার নতুন স্কুল। এছাড়াও কন্যাশ্রী, যুবশ্রীর মতো রাজ্যের প্রকল্পগুলোতে অসংখ্য পড়ুয়া উপকৃত হচ্ছেন।
সোমবার TMCP-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে গান্ধিমূর্তির পাদদেশে সমাবেশে উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জি। ওই অনুষ্ঠান থেকেই একাধিক ইস্যুতে বিরোধীদের আক্রমণের জবাব দেন তিনি।
Comments are closed.