কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প ঘিরে কার্যত গোটা দেশ বিক্ষোভে উত্তাল। সোমবারও সারা দেশ জুড়ে বনধ ডেকেছে বিক্ষোভকারীরা। আর এদিনই ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে ‘অগ্নিপথ’ নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন। তাঁর অভিযোগ, ‘অগ্নিপথ’ প্রকল্প সেনার চাকরিই নয়। ২০২৪ এর লোকসভা ভোটের আগে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি। সে কারণেই ওই প্রকল্প।
সোমবার বেশ কয়েকটি ইস্যু নিয়ে বিধানসভায় বক্তব্য রাখার সময় বিজেপিকে তুলধনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি ‘অগ্নিপথ’ নিয়ে মুখ খোলেন। তাঁর কথায়, “অগ্নিপথ প্রকল্পে চার বছরের যে চাকরির কথা বলা হচ্ছে সেটা সেনার চাকরিই নয়। সেনা বাহিনীর তরফে এটা ঘোষণা করা হয়নি। এই প্রকল্পের ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। চার বছরের চাকরির নামে ২০২৪ এর আগে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি”।
চার বছরের মেয়াদ শেষ হওয়ার পর প্রাক্তন ‘অগ্নিবীর’ ভবিষৎ কী হবে, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। এ কারণে দেশজুড়ে বিক্ষোভও চলছে। এদিন মুখ্যমন্ত্রীও একই ইস্যু নিয়ে সোচ্চার হয়েছেন। তাঁর কথায় ” চার বছর পর চাকরি চলে গেলে কী হবে, কেউ জানেন না। অথচ সবাই বন্দুক চালানোর লাইসেন্স পেয়ে যাবে।” সারা দেশে আগুন নিয়ে খেলা হচ্ছে বলেও বিজেপিকেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.