নির্বাচনকে ‘পক্ষপাতদুষ্ট’ করতে চাইছে বিজেপি! মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল প্রসঙ্গে কেন্দ্রকে তুলধনা মুখ্যমন্ত্রীর 

দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল আনছে কেন্দ্র। এবার তা নিয়ে মোদী সরকারকে তুলধনা করলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। এদিন ট্যুইট করে মুখ্যমন্ত্রী সাফ অভিযোগ করেন, দেশের নির্বাচনকে পক্ষপাতদুষ্ট করতেই বিজেপি এই বিল আনছে। তৃণমূল নেত্রীর আরও অভিযোগ, বিচার ব্যবস্থা নয় বরং নৈরাজ্যের কাছে মাথা নত করছে বিজেপি।

এতদিন মুখ্যনির্বাচন কমিশনার নিয়োগ কমিটিতে তিন সদস্য থাকতেন। দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তবে কেন্দ্র যে নতুন বিল আনছে, তাতে কমিটিতে থাকবেন না প্ৰধান বিচারপতি। তার পরিবর্তে থাকবেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং মন্ত্রিসভার কোনও এক সদস্য। যাঁকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। এই তিন সদস্যের কমিটি রাষ্ট্রপতির কাছে নাম পাঠাবে এবং রাষ্ট্রপতি দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করবেন।

মুখ্যমন্ত্রী ট্যুইটারে আরও লেখেন, প্রধান বিচারপতির জায়গায় কেন্দ্রীয় মন্ত্রী নিয়োগের সিদ্ধান্তকে তীব্র বিরোধিতা করছি। ওরা বিচারব্যবস্থাকে মন্ত্রিসভার খাপ পঞ্চায়েত করতে চাইছে। বিচার ব্যবস্থার কাছে আর্জি এটা হতে দেবেন না।

Comments are closed.