এই বাজেটে আশার আলো নেই, অমাবস্যার অন্ধকার: মমতা 

বাজেট নিয়ে কেন্দ্রকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী। বাজেট প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, এই বাজেটে আশার আলো নেই, আছে অমাবস্যার অন্ধকার। এখানেই না থেমে মমতা ব্যানার্জি আরও অভিযোগ করেন, কেন্দ্রের এই বাজেটে এক শ্রেণীর লাভ হবে। কিন্তু দরিদ্ররা বঞ্চিতই থেকে যাবেন। 

বুধবার বীরভূমের সরকারি পরিষেবা অনুষ্ঠানে গিয়ে বাজেট নিয়ে কেন্দ্রকে ঝাঁজালো ভাষায় আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এদিন ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সুর চড়িয়েছেন তিনি। আগে বছরে ৫ লক্ষ পর্যন্ত আয়ের ওপর কর ছাড় দেওয়া হত। এদিনের বাজেটে তা বাড়িয়ে ৭ লক্ষ করা হয়েছে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আয়কর ছাড় নিয়ে তৃণমূল নেত্রীর অভিযোগ, মুদ্রাস্ফীতি হয়েছে। আয়করে ছাড় দিয়ে লাভ নেই। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, বাজেটে বেকারদের জন্য কোনও ঘোষণা নেই। ১০০ দিনের কাজেও বরাদ্দ কমিয়ে দিয়েছে। ফুড সাবসিটিতে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন মমতা ব্যানার্জি। 

 

Comments are closed.