সব ঠিক থাকলে আগামী মে মাসে রাজ্যে পঞ্চায়েত ভোট হতে পারে। আর তার আগে কোমর বেঁধে ময়দানে নামতে চাইছে ঘাসফুল শিবির। ভোট প্রস্তুতিতে যাতে কোনও ফাঁক না থাকে সে দিকে কড়া নজর দিচ্ছেন স্বয়ং তৃণমূল নেত্রী। সূত্রের খবর, ভোটের আগে দলের রণকৌশল কী হবে তা ঠিক করতে তৃণমূলের সব শীর্ষ স্থানীয় নেতাদের বৈঠকে ডেকেছেন দলনেত্রী মমতা ব্যানার্জি। ১৭ মার্চ শুক্রবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠক হওয়ায় কথা। জানা গিয়েছে, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো দলের শীর্ষ নেতৃত্বের কাছে বৈঠকে উপস্থিত থাকার জন্য ইতিমধ্যেই ফোন গিয়েছে।
সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল নিয়ে এখনও সরগরম রাজ্য রাজনীতি। সাগরদিঘিতে হারের কারণ নিয়ে ময়না তদন্ত করতে ইতিমধ্যেই পাঁচ সদস্যের টিম তৈরি করেছে তৃণমূল। জানা গিয়েছে, মন্ত্রী সিদ্দীকুল্লা চৌধুরী, বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান, সেচ প্রতিমন্ত্রী আখরুজ্জামান এবং প্রতিমন্ত্রী গোলাম রব্বানী বৈঠকে বসে উপনির্বাচনে হারের ২৫ টি কারণ উল্লেখ করেছে। তৃণমূলের এক সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি বৈঠকে নিশ্চিতভাবে সাগরদিঘি প্রসঙ্গ উঠে আসবে। দলনেত্রী মমতা ব্যানার্জির পাশাপাশি শুক্রবারের বৈঠকে উপস্থিত থাকবেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও।
Comments are closed.