নন্দীগ্রামে বহিরাগতদের গুন্ডামি চলছে, হুমকি দেওয়া হচ্ছে, কমিশনে TMC
শুধু নন্দীগ্রামের জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে কমিশন সূত্রে খবর
বিভিন্ন গ্রামে ঢুকে হুমকি দিচ্ছে বিজেপি আশ্রিত বহিরাগত গুন্ডারা। নন্দীগ্রামে ভোটের আগে অভিযোগ মমতা ব্যানার্জির। কমিশনকে অভিযোগ জানাচ্ছে তৃণমূল।
প্রচারের শেষ দিন নন্দীগ্রামে সভা সেরে বলরামপুরে আক্রান্ত তৃণমূল কর্মীর বাড়ি যান মমতা। বরিবার বিজেপি সদস্যরা ওই তৃণমূল কর্মীর উপর হামলা করে বলে অভিযোগ। সেই অভিযোগকে সামনে রেখে ভোটের আগের দিন মমতা ব্যানার্জি বলেন, বহিরাগত গুন্ডারা নন্দীগ্রামের বিভিন্ন গ্রামে গিয়ে হুমকি দিচ্ছে। বরিবার রাত থেকে চলছে এসব। হুমকি দেওয়া হচ্ছে ভোট দিতে বেরনো যাবে না। নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে দল।
তিনি আরও বলেন, আশা করি নন্দীগ্রামে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করতে সক্ষম হবে নির্বাচন কমিশন। শুধু নন্দীগ্রামের জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে কমিশন সূত্রে খবর।
মঙ্গলবার নন্দীগ্রামে প্রচারের শেষ দিন দফায় দফায় মমতাকে জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মী-সমর্থকেরা। কিন্তু মমতা সবাইকে মাথা ঠাণ্ডা রেখে ভোট দেওয়ার আহবান জানান। বলেন ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল, সব ভোট জোড়াফুল!
Comments are closed.