ঘৃণার রাজনীতির বিরুদ্ধে মানুষের জয়; ৪ কেন্দ্রের জয় নিয়ে ট্যুইট বার্তা মুখ্যমন্ত্রীর

উপনির্বাচনে রেকর্ড ফলাফল ঘাসফুল শিবিরের। চার কেন্দ্রের মধ্যে ৪ টিতেই জয়ের পথে তৃণমূল। আর উপনির্বাচনের এই ফলাফলকে মানুষের জয় বলেই আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো ট্যুইটে করে প্রত্যেক বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, সমস্ত বিজয়ী প্রার্থীকে আমার আন্তরিক অভিনন্দন। এ জয় জনগণের জয়। তারপরেই নাম না করে বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, এই ফলাফল আবারও প্রমাণ করল, সমস্ত কুৎসা, ঘৃণার রাজনীতির ঊর্ধ্বে উঠে বাংলার মানুষ উন্নয়ন ও একতার পথকে বেছে নিয়েছেন। ধারাবাহিকভাবে বাংলাকে উন্নতির শিখরে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ট্যুইটে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রীর।

উল্লেখ্য, ইতিমধ্যেই দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে জয়ী বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১ লক্ষ ৬৩ হাজার ৫ টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। খড়দায় ৮৪ হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রাজ্যের মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি। গোসাবাতেও জয়ের অপেক্ষায় তৃণমূল, একই চিত্র শান্তিপুরেও। এখনও পর্যন্ত শতাংশের বিচারে ৭৭% ভোট পেয়েছে রাজ্যের শাসক দল।

Comments are closed.