তৃণমূল ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতার করা হোক, কড়া ব্যবস্থা নিন; বগটুই গ্রামে পৌঁছে নির্দেশ মুখ্যমন্ত্রীর
বগটুই গ্রামে পৌঁছেই ভয়াবহ হত্যাকাণ্ড নিয়ে প্রশাসনকে অত্যন্ত কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিহতদের পরিবারের লোকজনের কাছে অভিযোগ পেয়েই তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, আনারুলকে গ্রেফতার করা হোক। মুখ্যমন্ত্রীর কথায়, আমি জানাতে পারলাম আনারুলকে পুলিশ পাঠানোর জন্য বলা হয়েছিল। ও তা করেনি। সেই সঙ্গে এসডিপিও এবং স্থানীয় থানার আইসির ভূমিকা নিয়েও এদিন ফের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ বলেন, এসডিপিও এবং আইসি জানতো। ঠিক সময় পুলিশকে পাঠানো হলে এই ঘটনা ঘটতো না।
এদিন বেলা দেড়টা নাগাদ বাগটুই গ্রামে পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখান মিহিলাল শেখের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রীকে দেখেই মৃতের আত্মীয়রা কান্নায় ভেঙে পড়েন। এদিন স্বজন হারানো প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেন তিনি। পরিবারের সঙ্গে কথা বলার পর, প্রশাসনকে কড়া বার্তা দেন তিনি।
মুখ্যমন্ত্রী সাফ জানান, আমি কোনও কথা শুনতে চাই না। কড়া ব্যবস্থা নিন। দোষীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, পালিয়ে গিয়েছে এসব কথা শুনব না। যেখান থেকে খুশি ওদের গ্রেফতার করুন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও নির্দেশ, সারা বাংলায় অভিযান চালাক পুলিশ। যেখানে যত বোমা বন্দুক রয়েছে সব উদ্ধার করতে হবে। মমতা ব্যানার্জি আরও একবার বলেন, এই ঘটনায় পুলিশ এমন কড়া পদক্ষেপ নিক, যাতে কেউ ভবিষৎ-এ এরকম কাজ করার কথা ভাবতে না পারেন। এদিন বগটুই গ্রাম থেকে রামপুরহাট হাসপাতালে গিয়েছেন অগ্নিকাণ্ডে আহতদের দেখতে।
Comments are closed.