জল্পনা সত্যি হল। উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপি বিরোধী শিবিরের শক্তি বাড়াতে ৮ ফেব্রুয়ারি লখনউ যাচ্ছেন তৃণমূল নেত্রী। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে একটি ভার্চুয়াল জনসভা করবেন তিনি। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতেও প্রচারে করবেন মমতা ব্যানার্জি। তবে তার দিন এখনও ঠিক হয়নি।
মঙ্গলবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে এসে দেখা করেন সমাজবাদী পার্টির প্রতিনিধি কিরণময় নন্দ। অখিলেশের নির্দেশে তিনি এসেছেন বলে জানান। মিটিং শেষ কিরণময় বলেন, ৮ তারিখ সমাজবাদী পার্টির সমর্থনে উত্তরপ্রদেশে আসছেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে তাঁর মন্তব্য, বর্তমানে গোটা দেশে বিজেপির মুখ হিসেবে উঠে এসেছেন মমতা ব্যানার্জি। বিজেপির বিরুদ্ধে বাংলায় লড়াই করে যেভাবে জয়ী হয়েছেন মমতা। উত্তরপ্রদেশে গিয়েও বিজেপি বিরোধী শিবিরকে লড়াইয়ে উদ্বুদ্ধ করবেন তিনি।
উল্লেখ, আগেই জানা গিয়েছিল উত্তরপ্রদেশের নির্বাচনে প্রার্থী দিচ্ছে না তৃণমূল। তার বদলে বিজেপি বিরুদ্ধে লড়াইয়ে অখিলেশ যাদবের দলকে সর্ব শক্তি দিয়ে সমর্থন জানাবে। যার জেরেই জল্পনা ছিল তৃণমূল নেত্রী বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে প্রচারে যেতে পারেন। এদিন সেই জল্পনায়ই মান্যতা পেল।
Comments are closed.