করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা দিলেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও সমপরিমাণ অর্থ দিয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধে সাড়ে ৬ টা নাগাদ পরপর দুটি ট্যুইট করেন মমতা।
প্রথম ট্যুইটে তিনি লেখেন, বিধায়ক কিংবা মুখ্যমন্ত্রী হিসেবে বেতন নেন না। ৭ বারের সাংসদ হওয়া সত্ত্বেও পেনশন নেননি কোনওদিন। তিনি লিখেছেন, আমি খুব কম আর্থিক সংস্থান থাকা পরিবার থেকে উঠে এসেছি। আমার আয়ের প্রাথমিক উৎস আমার সৃজনশীলতার সাধনা, আমার মিউজিক ও বইয়ের রয়্যালটি।
দ্বিতীয় ট্যুইটে মমতা লিখেছেন, দেশজুড়ে COVID 19-এর বিরুদ্ধে দেশের লড়াইকে সমর্থন জানিয়ে সীমিত সামর্থের মধ্যে আমি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা দিলাম। আরও ৫ লক্ষ টাকা দিলাম পশ্চিমবঙ্গ স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে।
করোনার বিরুদ্ধে কার্যত মাঠে নেমে লড়াই করছেন মমতা ব্যানার্জি। এবার এগিয়ে এলেন আর্থিক সাহায্যেও।
Comments are closed.