পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২৮ অক্টোবর গোয়া যাচ্ছেন তৃণমূল নেত্রী। এদিন সন্ধ্যায় তাঁর পৌঁছানোর কথা। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়ান জানিয়েছেন বৃহস্পতিবারই দলের তরফে গোয়ায় মুখ্যমন্ত্রীর সফর কর্মীসূচি জানানো হবে।
জানা গিয়েছে, গোয়ায় পৌঁছে একাধিক বিজেপি বিরোধী দলের সঙ্গে বৈঠক করবেন মমতা। এছাড়াও তাঁর উপস্থিতিতে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি তৃণমূলে যোগদান করতে পারেন। যদিও মুখ্যমন্ত্রীর সফরসূচি নিয়ে ঘাসফুল শিবিরের তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানানো হয়নি।
বিশিষ্ট গায়ক লাকি আলী তৃণমূলে যোগ দিতে পারেন। বেশ কিছুদিন ধরেই এমন জল্পনা দেখা দিয়েছে। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সফর চলাকালীনই তৃণমূলে যোগ দিতে পারেন তিনি। এছাড়াও প্রাক্তন সাঁতারু তথা অভিনেতা নাফিসা আলীও মমতার সফরে ঘাসফুল শিবিরে নাম লেখাতে পারেন।
নাফিসা গোয়ার বাসিন্দা হলেও আদতে তিনি বাংলার মেয়ে। ২০০৪ সালে কংগ্রেসের টিকিটে দক্ষিণ কলকাতা থেকে লোকসভা ভোটেও লড়েছিলেন তিনি। সেই সময় তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিকবার নাফিসাকে মমতা ব্যানার্জির প্রশংসা করতে দেখা গিয়েছে। সূত্রের খবর, সাংসদ ডেরেক ও’ব্রায়ান এঁদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এছাড়াও বেশ কয়েকটি হেভিওয়েট নাম নিয়ে চর্চা শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রীর সফরের আগে গোয়ার রাস্তাঘাট তাঁর ছবি দেওয়া ফ্লেক্সে মুড়ে ফেলা হয়েছে। প্রসঙ্গত, দিন কয়েক আগে মমতার ফ্লেক্স ছেঁড়া নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে গোয়ার রাজনীতি। তৃণমূল এ নিয়ে ইতিমধ্যেই গোয়ার রাজ্যপালের দরবারে নালিশ জানিয়েছে।
Comments are closed.