আমরা দেশের নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা নিয়ে কথা বলেছি; নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাৎ শেষে বললেন মুখ্যমন্ত্রী 

পূর্বসূচি অনুযায়ী বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর প্রায় ১ ঘন্টা সাক্ষাৎ শেষে যৌথ সাংবাদিক বৈঠক করে মমতা ব্যানার্জি বললেন, আমরা দেশের নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার বিষয় নিয়ে কথা বলেছি।

দু’জনের বৈঠককে এদিন সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি এও জানান, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো অক্ষুণ্ণ এবং শক্তিশালী থাকা উচিত। নবীন পট্টনায়কের বক্তব্যকে সমর্থন জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, নবীন পট্টনায়েক আমাকে স্নেহ করেন। আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী থাকা উচিত। আমি তাঁর এই বক্তব্য সর্বান্তকরণে সমর্থনে করি। পাশপাশি তৃণমূল সুপ্রিম এও বলেন, ভবিষৎ-এ বাংলা ওড়িশার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরিরও পরিকল্পনা রয়েছে।

ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এদিন বিকেলেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে।

Comments are closed.