Mamata Banerjee: আজ অক্সফোর্ড ইউনিয়ন বিতর্কে বক্তৃতা মুখ্যমন্ত্রীর, দেশের প্রথম মহিলা নেত্রী হিসেবে নজির
ভারতের একমাত্র মহিলা রাজনীতিবিদ হিসেবে অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটে যোগ দেবেন মমতা ব্যানার্জি। বুধবার বাংলার আর্থ সামাজিক উন্নয়নে রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু ও দুয়ারে বাংলা-র মতো প্রকল্পের ভূমিকা ও সাফল্যের কথা তুলে ধরবেন মুখ্যমন্ত্রী।
চলতি বছরের জুলাই মাসে বাংলার মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ড যাওয়ার আমন্ত্রণ জানায় অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটি। কিন্তু করোনা পরিস্থিতিতে সশরীরে সেখানে উপস্থিত হওয়া এখন সম্ভব নয়। তাই ভার্চুয়াল মোডে অক্সফোর্ড বিতর্কসভায় অংশ নিচ্ছেন মমতা ব্যানার্জি। দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে এই বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
জানা গিয়েছে, ইতিমধ্যেই অনলাইনে প্রায় ৬০০ টি প্রশ্ন পৌঁছে গিয়েছে মমতার উদ্দেশে। প্রশ্নগুলি মূলত ছাত্রছাত্রীদের। বুধবার সে সবের উত্তর দেবেন মুখ্যমন্ত্রী।
১৮২৩ সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড ইউনিয়নে বিশ্বের প্রখ্যাত রাষ্ট্রনেতারা বক্তৃতা করেছেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, রোনাল্ড রেগান থেকে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, মার্গারট থ্যাচার- তালিকাটা বিশাল। রয়েছেন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা প্রমুখ। সেই তালিকায় এবার নাম লেখাতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।
Comments are closed.