লকডাউন করলেই সব বদলে যাবে? রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী বললেন, আতঙ্কের কারণ নেই

করোনা বাড়ছে কিন্তু লকডাউনের সম্ভাবনা নেই। মালদহের পার্ক হোটেল থেকে মুখ্যমন্ত্রী বললেন, এখনই লকডাউন জারির কোনও পরিকল্পনা নেই। লকডাউন করলেই কি সব বদলে যাবে? লোকের অসুবিধা হবে না! মমতা ব্যানার্জি বলেন, নাইট কার্ফু করে কিছু হবে না। নাইট কার্ফু কোনও সমাধান নয়। ওয়ার্ক ফ্রম হোমে জোর দেওয়া হয়েছে। তাঁর দাবি, কেন্দ্রের দূরদর্শিতার অভাবেই দেশে লাফিয়ে লাফিয়ে সংক্ৰমণ বাড়ছে।

সেই সঙ্গে ফের তিনি ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন। বলেন, রাজ্য সরকার টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে চেয়েছিল, কিন্তু কেন্দ্রের নির্দেশ, কোনও রাজ্য আলাদা করে ভ্যাকসিন কিনতে পারবে না। এদিকে কেন্দ্রও পর্যাপ্ত ভ্যাকসিন পাঠাচ্ছে না।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য সরকার আগাম কী কী প্রস্তুতি নিয়েছে এদিন তাও জানান মুখমন্ত্রী। বলেন, বেসরকারি হাসপাতালের পাশাপাশি ১০০ টি সরকারি হাসপাতাল করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। হাসপাতালগুলিতে আরও সাড়ে চার হাজার বেড বাড়ানো হয়েছে। ২০০ টি সেফ হোম তৈরি রাখা হয়েছে রাজ্যজুড়ে। ৫৮ টি বেসরকারি হাসপাতালও রাজ্য সরকার কোভিড হসপিটাল হিসেবে ব্যবহার করবে।

[আরও পড়ুন- করোনা পরিস্থিতির মধ্যেও বাংলা দখলে মরিয়া মোদী-শাহ, দীপঙ্কর ভট্টাচার্য্যের ট্যুইট শেয়ার করে দাবি ডেরেকের] 

মমতা ব্যানার্জি আরেকবার নির্বাচন কমিশনের আট দফায় ভোট করানোর সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি বলেন, ভোটটা তাড়াতাড়ি মিটলে সংক্রমণেও কিছুটা রাশ টানা যেত।

করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

Comments are closed.