উপনির্বাচনের প্রচারে অভিষেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘ধূপগুড়ি মহকুমা হচ্ছে’ নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী 

ধূপগুড়ি মহকুমা হচ্ছে। উপনির্বাচনের প্রচারে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এবার সেই প্রতিশ্রুতি পূরণের মুখে। বিদেশ সফরের আগে নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানালেন, ‘ধূপগুড়ি মহকুমা’ হচ্ছে।

এদিন মুখ্যমন্ত্রী জানান, অভিষেকের ঘোষণার পরেই মন্ত্রিসভার বৈঠকে ধূপগুড়িকে মহকুমা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধূপগুড়ি উপনির্বাচনের আগে ভোট প্রচারে গিয়ে অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে আলাদা মহকুমা হবে ধূপগুড়ি’। মঞ্চ থেকে নিজেই বেঁধে দিয়েছিলেন ডেডলাইন।

উল্লেখ্য, ধূপগুড়ি পুনরুদ্ধার করেছে তৃণমূল। উপনির্বাচনে ৪ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে হারিয়েছে ঘাসফুল শিবির। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশের মতে, ধূপগুড়িকে মহকুমা ঘোষণার প্রতিশ্রুতি উপনির্বাচনের ফলে প্রভাব ফেলেছে।

Comments are closed.