পঞ্চায়েত ভোটে অশান্তির স্বাক্ষী থেকেছে রাজ্য। বেশ কয়েকটি বুথে হিংসার ঘটনা ঘটে। হিংসায় প্রাণ গিয়েছে ১৯ জনের। নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে নিহতদের পরিবারের একজনকে রাজ্য সরকার হোমগার্ডের চাকরি দেবে বলে জানান মুখ্যমন্ত্রী।
পঞ্চায়েত ভোটে ফল প্রকাশের পর এদিন প্রথমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠক থেকেই ভোটের দিন নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে তৃণমূল নেত্রী বলেন, ভোট হিংসায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের সকলের জন্য দুঃখিত। পরিবারের সকলকে সমবেদনা জানাই। সেই সঙ্গে পুলিশের উদ্দেশ্যে তাঁর বার্তা, পুলিশকে ফ্রিহ্যান্ড দিচ্ছি। উপযুক্ত পদক্ষেপ নিন। আমরা ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করছি। ভোট হিংসায় ১৯ জন মৃত। তার মধ্যে ১০-১২ জন তৃণমূলকর্মী।
এদিন বিরোধীদের তোলা হিংসার অভিযোগ নিয়েও পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সুপ্রিম। তাঁর কথায়, ঘটনা ঘটেছে মূলত দুটি জেলায়, বদনাম করা হচ্ছে ২৩ টি জেলার। এদিন ভাঙরের অশান্তি নিয়েও বিরোধীদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় তুলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, ৮০ হাজার সেন্ট্রাল ফোর্স ছিল, তাও ভাঙরে অশান্তি হয় কী করে?
Comments are closed.