সম্প্রতি তৃণমূলের কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধীরা। বিশেষ করে পঞ্চায়েত স্থরে একাংশের নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। এবার তা রুখতেই কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী। বুধবার মেদনীপুরের কলেজ মাঠের সভা থেকে মমতা ব্যানার্জি সাফ জানিয়ে দেন, ”যাঁরা মানুষের কাজ না করে নিজের কাজ করবেন, তাঁদের বলব বাড়িতে বসে যান।” সেই সঙ্গে দলকে আরও সংঘবদ্ধ করতে তৃণমূল নেত্রীর বার্তা, আমি নয়, এখন থেকে আমরা। সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, কয়েকজন, তাঁদের সংখ্যাও খুবই কম, কুকর্ম করছেন। তাঁদের মানুষ চিনে নেবে।
বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কর্মীসভায় মেদনীপুর কলেজ মাঠে বক্তব্য রাখেন মমতা ব্যানার্জি। সেখানেই তিনি জানান, এবার থেকে যে যে জেলায় প্রশাসনিক সভা করবেন, সেখানে কর্মীসভাও করবেন তিনি। তাঁর কথায়, বুথস্থরে কর্মীরাই দলের আসল সম্পদ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, প্রশাসনিক কাজের পাশাপাশি দলকেও আরও সংগঠিত করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। তাই নিজেই প্রত্যেক জেলায় কর্মীদের কাছে পৌঁছে যেতে চাইছেন। বর্তমান অবস্থায় যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।
Comments are closed.